নিয়ামতপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত - MB TV

নিয়ামতপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ৪:০১ 38 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ৪:০১ 38 ভিউ
Link Copied!
 মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার(২৬ মার্চ)সকাল ৬ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন,থানা পুলিশ,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮ টার দিকে নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এ সময় থানা পুলিশ, আনসার, ভিডিপি,ফায়ার সার্ভিস ও রোভার স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।কুচকাওয়াজ শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে সব আয়োজন।

বিষয়ঃ