আগরতলায় বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত - MB TV

আগরতলায় বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ১:৩০ 56 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ১:৩০ 56 ভিউ
Link Copied!

আগরতলা (ত্রিপুরা) সংবাদদাতা :

 

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে শুক্রবার(২৬ মার্চ) উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস।

বিজ্ঞাপন

 

প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সহকারী হাই কমিশনার মোহাম্মাদ জোবায়েদ হোসেন।

তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

 

এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। এ অনুষ্ঠানে সহকারী হাইকমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. জাকির হোসেন ভূইয়া, প্রথম সচিব (স্থানীয়) এস এম আসাদুজ্জামানসহ সহকারী হাই কমিশনের অন্যান্য কর্মকর্তার ও আগরতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিবস উপলক্ষে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

বিষয়ঃ