ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় - MB TV

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ১২:২৭ 43 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ১২:২৭ 43 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন। সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধের পথে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে দেশটির সরকার প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী।

 

সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিজ্ঞাপন

 

সফরের দ্বিতীয় দিন শনিবার নরেন্দ্র মোদি সাতক্ষীরায় যশোরেশ্বরি কালি মন্দির এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করবেন। মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি পরিদর্শন করে তাদের সাথে মোদির মতবিনিময়ের কথা রয়েছে। শনিবার দু’ দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

 

নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, দু’ দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অপেক্ষায় তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নযাত্রার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন ভারতের প্রধানমনন্ত্রী।

বিষয়ঃ