সংগীতশিল্পী থেকে মিস্টার অ্যান্ড মিস’ প্রতিযোগিতায় বিজয়ী ‘সোনিয়া জান্নাত’
আহমেদ সাব্বির রোমিও :
সোনিয়া জান্নাত মূলত ছিলেন একজন সংগীত শিল্পী ।
পাশাপাশি নিয়মিত মডেলিং এবং অভিনয় করে যাচ্ছেন ।তার নিজের কন্ঠে গাওয়া বেশ কয়েকটি গানের ভিউয়ার কয়েক লাখের উপরে।
দেশের বিভিন্ন স্থানে নিয়মিত স্টেজ পারফরম্যান্স করেছেন তিনি।
বিটিভিসহ বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানের তার উপস্থিতি ছিলো বিদ্যমান। সম্প্রতি এই সংগীতশিল্পী একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় হয়েছেন। ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ দ্বিতীয় হয়েছেন সোনিয়া জান্নাত। সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকতার মাধ্যমে এর গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। তবে মিউজিক ভিডিওতে আলোচনায় আসেন ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে প্রকাশ হওয়া সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদের কণ্ঠে ‘দুই জীবন’ গান দিয়ে। গানটির কথা ছিল জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচের লেখা। এর পর ‘সিডি চয়েস মিউজিক’র সাথে অনেক মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি।
অভিনয় করেছেন অনেকগুলো শর্টফিল্মেও।