ইভটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা - MB TV

ইভটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৫, ২০২১ | ১১:০৮ 55 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৫, ২০২১ | ১১:০৮ 55 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ইভটিজিংকে কেন্দ্র করে বিচার সালিশ করায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ।

নিহতরা হলেন- উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন পাঠান(২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো: সাকিব হোসেন(১৯)। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

বিজ্ঞাপন

 

তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় সদ্য পৌর নির্বাচনে অংশগ্রহণকারী কমিশনার প্রার্থী আওলাদ হোসেন মিন্টু(৪৭)কে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রথমে ইভটিজিং এর একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে বিচার সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় দুই কিশোর গ্যাং গ্রুপের নেতা সৌরভ ও সাকিবের মধ্যে হাতাহাতি শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে উত্তর ইসলামপুর কালভার্টের কাছে সৌরভ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমন সাকিব গ্রপের উপর হামলা চালায়। এসময় প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থলেই ইমনকে হত্যা করে তারা। আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কী নিয়ে জোড়া খুনের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এসব কিশোর গ্যাং কাদের শেল্টারে চলতো তাও খতিয়ে দেখা হবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আটক করা হয়েছে।

 

 

বিষয়ঃ