মডেল-অভিনেত্রী মারিয়া তাসমিন লিরা - MB TV

মডেল-অভিনেত্রী মারিয়া তাসমিন লিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ৭:৫৭ 61 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ৭:৫৭ 61 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক:

স্বপ্নের মিডিয়া জগতে কাজ আজন্ম বাসনা বরিশালের মেয়ে মারিয়া তাসমিন লিরা’র। স্বপ্ন দেখতেন সেই ছোট্ট বেলা থেকে একদিন হবেন দেশ সেরা মডেল ও অভিনেত্রী ।

 

বিজ্ঞাপন

শুরুতেই লিরার কাজটা ততটা সহজ ছিল না। লিরা বাবার বাড়ী বরিশাল হলেও তার জন্ম ও শৈশব কাটে চট্টগ্রামে।

 

২০১৬ সালে লিরা তার আজন্ম স্বপ্নকে স্বার্থক করতে মিডিয়ার টানে পাড়ি জমান ঢাকায়। শুরুতে করতেন মডেলিং।

বিজ্ঞাপন

 

ইতিমধ্যে মডেলিং এর পাশাপাশি লিরা অভিনয় করেন বেশ কয়েটি নাটকে। লিরার উল্লেখযোগ্য নাকট হল ডিরেক্টর সোহেল আরমানের একক নাটক বেলী ফুলের বিয়ে। চ্যানেল আইয়ে মুক্তি পাওয়া সাড়া জাগানো টেলিফ্লিম নেলপালিশ, ওসমান আলী অভির পরিচালিত নাকট ছায়া প্রেম, মুখোশ আঁধারের গল্প পরকীয়ার বলি, হাসান মোরশেদের পরিচালনায় নাটক মায়া, ডিরেক্টর রাশেদ শামিমের ঘাড় তেড়া জামাই।

 

লিরা’র অভিনিত উল্লেখযোগ্য মেগা সিরায়াল ডিরেক্টর কায়সার আহম্মেদের চাঁন বিরিয়ানী। মাসুদ মহিউদ্দীনের নগর জ্যোনাকী, হাসান জাহাঙ্গীরের চাপাবাজ ও ডিরেক্টর ইদ্রিস হায়দারের ভেলকি বাজিতে।

 

এছাড়াও লিরা অভিনয় করেছেন চিটার বয়ফ্রেন্ড, পিরিতের পেতনী, রিফিউজি গ্রাম, চকলেট প্রেমসহ উল্লেখযোগ্য বেশ কিছু শর্ট ফ্লিমে। সুযোগ পেলেই ভ্রমণে যান আর অবসর সময়ে নিজেই হরেক রকমের রান্না করেন পরিবারের জন্য। কফি খেতে পছন্দ করেন। লিরার পছন্দের হিরো অতন্ত জলিল। পছন্দের রং হালকা-বেগুনী।

বিষয়ঃ