বেনজেমার উড়ন্ত ফর্মে লা লিগায় অগ্রযাত্রা অব্যাহত রিয়ালের


ক্রীড়া ডেস্ক :
উড়ন্ত ফর্মকে আরও দীর্ঘ করেছেন করিম বেনজেমা। তার জোড়া গোলের সাথে মার্কো আসেনসিওর এক গোলে সেল্টা ভিগোকে হারিয়ে লা লিগায় অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।
সেল্টার মাঠ থেকে ৩-১ গোলের জয় তুলে ফিরেছে রিয়াল। যে জয় দিয়ে জিনেদিন জিদানের দল আবারও টেবিলের দুইয়ে উঠে গেছে।
বি
২৭ ম্যাচে ৬৩ পয়েন্টে এখনও শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদই। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্টে দুইয়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্টে তিনে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে লিড এনে দেন বেনজেমা। টনি ক্রুসের বাড়ানো বলে জাল খুঁজে নেন ফরাসি তারকা।
দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমাই। এবারও বলের যোগানদাতা ছিলেন ক্রস। চলতি মৌসুমে লিগে বেনজেমার ১৭টি গোল হল।
ম্যাচের ৪০ মিনিটে শান্তি মিনা একটি গোল ফিরিয়ে দিলে খেলা জমানোর মঞ্চ পায় স্বাগতিকরা। কিন্তু বিরতির পর ফিরে সেটি কাজে লাগাতে পারেনি সেল্টা।
বেনজেমার বাড়ানো বলে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসেনসিও গোল করে বরং বড় জয়ই এনে দেন জিদানকে।