জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে থামল আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক :
সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৪৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে থামল আফগানিস্তান। আগে টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে আফগানরা।
আবু ধাবিতে শনিবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে কেবল ১৩৬ পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে।
গুরবাজ ১৮, উসমান ৩৯, জানাত ২১, অধিনায়ক আসগরের ১২ বলে ২৪ রানের যে অবদান, তাতে পূর্ণতা দেন নাজিবুল্লাহ জাদরান, তুলে নেন অপরাজিত ফিফটি।
জাদরান ৫টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৭২ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন। তার ক্যারিয়ারসেরা ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে মুসাকান্দা ৩০, অধিনায়ক উইলিয়াম ১৪, সিকান্দার রাজার ২৯ বলে অপরাজিত ৪১ এবং রায়ান বুরির ৩১ বলে অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধানই কমিয়েছে জিম্বাবুয়ে।
জানাত ২টি উইকেট নেন। ফারোকি, নবি ও নাভিদ ১টি করে উইকেট নিয়েছেন। রশিদ খান উইকেটের দেখা না পেলেও ৩ ওভারে দিয়েছেন কেবল ১৮ রান।