তামান্নার নতুন চমক! এবারের জুটি আমান রেজা - MB TV

তামান্নার নতুন চমক! এবারের জুটি আমান রেজা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ১:৩৭ 61 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ১:৩৭ 61 ভিউ
Link Copied!

 আহমেদ সাব্বির রোমিও :

 

অবশেষে এবার জুটি হিসেবে একসাথে দেখা যাবে চিত্রনায়ক আমান রেজা ও এই সময়ের সম্ভবনাময়ী মডেল,অভিনেত্রী তামান্না সরকারকে। তামান্না ইদানিং অভিনয়ে বেশ ব্যাস্ত সময় পার করছেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য বেশকিছু খন্ড নাটকে অভিনয়ে অংশ নিয়েছেন সময়ের এই উদীয়মান অভিনেত্রী। পাশাপাশি ধারাবাহিকও করছেন বেশ কয়েকটি ।

বিজ্ঞাপন

 

সম্প্রতি অভিনেতা আনিসুর রহমান মিলনের এর সাথে একটি টেলিফিল্ম ও একটি খন্ড নাটককে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

 

বিজ্ঞাপন

” নিরব ভালবাসা ” নামে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এবার একই ফেমে দেখা যাবে আমান রেজা ও তামান্না সরকার কে। সাজ্জাদ খন্দকার ও তাজু কামরুলের যৌথ পরিচালনায় নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে পিক্সাল প্রোডাকশনের ব্যানারে তাদের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ” নিরব ভালোবাসা ” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন, সিনথিয়া, কবির,টুটুল সহ আরো অনেকে।

বিষয়ঃ