সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০২ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের অভিযানিক দল।
১৮ মার্চ বৃহস্পতিবার রাত ২ ঘটিকার সময়,গেয়েন্দা তথ্যেও ভিত্তিতে র্যাব ১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল,সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দির নিউ লাম-মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট সামনে,যাত্রীবাহী বাস নওগাঁ ট্রাভেলস কোচে তলাশি চালিয়ে ৪০২ বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল,নগদ ১হাজার টাকা ১জন মাদক ব্যবসায়ীকে আটককরেন।আটক মাদক ব্যবসায়ী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের সুরুজউদ্দিনের ছেলে শাহিন মিয়া (৩২)।
পরে উদ্ধারকৃত আলামত সহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে,সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮মার্চ বৃহস্পতিবার সকালে গনমাধ্যমে এক প্রেস-বিজ্ঞপ্তিতে,এ তধ্য নিশ্চিত করে র্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ মহিউদ্দিন মিরাজ।