চাঁদপুরের সদর থানার বাগাদী ইউনিয়নে অগ্নিকান্ড, ২ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি - MB TV

চাঁদপুরের সদর থানার বাগাদী ইউনিয়নে অগ্নিকান্ড, ২ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৮:১১ 64 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৮:১১ 64 ভিউ
Link Copied!

মন্জুর হোছাইন খাঁন :

চাঁদপুর জেলার সদর থানার ৮নং বাগাদী ইউনিয় এর পশ্চিম সকদি গ্রামের শেখ বাড়ীতে আগুনে বশীভূত হয়েছে দুইটি বশত ঘর।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) রাাত রান্নাঘর থেকে সংগঠিত অগ্নিকান্ডে চাঁদপুর জেলার  সদর থানার  ৮নং বাগাদী ইউনিয় এর পশ্চিম সকদি গ্রামের  স্থানীয় বসিন্দা মোঃ শহিদুল ইসলাম শেখ(৪০) ও আনোয়ার শেখ বসতঘর বশীভূত হয়েছে। অগ্নিকান্ডে দুই পরিবারের   আসবাব পত্র , নগদ টাকা, স্বর্ন লংকার, জমির দলিলসহ প্রায় সব মালামাল পুড়ে চাই হয়ে যায়  ।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৭ই মার্চ) চাঁদপুর সদর থানার নির্বাহী অফিসার, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সমিতির সভাপতি ও ৮নং বাগাদী ইউনিয়ন এর চেয়ারম্যন আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার পরিদর্শন করেন।

এদিকে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবার দুইটিকে  সরকারী অনুদান দেওয়ার আশ্বাস দেন। ।

বিজ্ঞাপন

বিষয়ঃ