শুধুমাত্র ‘চিত্রনায়িকা দীঘিকে দেখতেই’ হলে যাচ্ছেন দর্শক - MB TV

শুধুমাত্র ‘চিত্রনায়িকা দীঘিকে দেখতেই’ হলে যাচ্ছেন দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ১১:১২ 67 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ১১:১২ 67 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক : 

সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। যদিও দ্বিতীয় সিনেমা হিসেবে এটিতে অভিনয় করেছিলেন তিনি। তবে মুক্তি পেয়েছে প্রথম। শুক্রবার দেশের ২৫ সিনেমা হলে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় দীঘির ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। যদিও সিনেমা হলে দর্শক কম; তবে যারাই সিনেমাটি দেখছেন তারা শুধুমাত্র চিত্রনায়িকা দীঘিকে দেখতে যাচ্ছেন বলে জানালেন।

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ‘তুমি আছো তুমি নেই’। সেখানে দর্শক তুলনামূলক কম। তবে প্রথমদিনে দর্শকদের উপস্থিতি বেশি ছিল জানিয়ে ব্যবস্থাপক শামসুদ্দিন মোহাম্মদ  জানান, ‘নিয়মিত দর্শকরাই আসছেন। প্রথমদিন উপস্থিতি ছিল সন্তোষজনক। শনিবার তুলনামূলক কম। আর আজ (রবিবার) দর্শক কমে গেছে। তবে যারা হলে আসছেন তারা দীঘিকে দেখতে আসছেন।’

বিজ্ঞাপন

রাজধানীর শ্যামলী সিনেমা হলে ‘তুমি আছো তুমি নেই’ চললেও আহামরি দর্শক নেই জানিয়ে ম্যানেজার মো: হাসান বলেন, ‘চারটি করে শো চলছে। শুক্রবার কিছুটা ভালো গেছে। কিন্তু শনিবার থেকে দর্শকদের উপস্থিতি আহামরি দেখছি না। শুক্র এবং শনিবার ১২/১৪ হাজার টাকার ব্যবসা হয়েছে। নতুন সিনেমা বলে চালাচ্ছি। তবে যতটা আশা করছিলাম তার কিছুই হয় নাই। দীঘি আছে জেনে অনেকেই সিনেমা হলে আসছেন। সিনেমাটিও যে খুব মানসম্মত, দর্শক সে কথা বলছেন না।’

 

মুক্তির সপ্তাহ খানেক আগে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেলার প্রকাশের পর তোপের মুখে পড়েন দীঘি। ছবির ট্রেলারকে দর্শক সেভাবে গ্রহণ করতে পারেনি! পরে দীঘির মন্তব্যের প্রেক্ষিতে ক্ষেপে যান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ নিয়ে নেট দুনিয়ার বেশ জল ঘোলা হয়। তবে দীঘি ছিলেন নিশ্চুপ! শিশু থেকে নায়িকা হওয়া দীঘি সিনেমাটির সাফল্য কামনা করে  বলেন, ‘সিনেমা কিংবা ট্রেলার কেমন বা এসব নিয়ে কত বিতর্ক হয়েছে এসব বাদ দিয়ে আমার প্রথম সিনেমা রিলিজ হলো, এটা ভাবলেই ইমোশনাল হয়ে যাই। যারা আমাকে দেখতে সিনেমা হলে যাচ্ছেন তাদের সবার কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

 

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি শনিবার চ্যানেল আই অনলাইনকে জানান, ‘সিনেমা হলের প্রতিনিধিরা ভালো রিপোর্ট জানাচ্ছেন। সিনেমাটি নিয়ে যতো সমালোচনা হয়েছে, ততোটা খারাপ যাচ্ছে না।’ তবে প্রযোজক সিমি স্বীকার করেন, ‘তুমি আছো তুমি নেই’ দেখে দর্শক পুরনো গল্পের বলে মন্তব্য করছেন।

 

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার দীঘির নায়ক আসিফ ইমরোজ। আরও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। প্রযোজনার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি।

বিষয়ঃ