কোম্পানীগঞ্জে আলাউদ্দিন হত্যায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত

Link Copied!

নিউজ ডেস্ক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাউদ্দিন নিহতের ঘটনায় কোনো হত্যা মামলা হয়েছে কিনা তা ১৫ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক এস এম মোসলেহ উদ্দিন মিজানের ২/৪ আমলি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিকেল ৩ টায় শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. হারুনুর রশিদ হাওলদার এ তথ্য জানান।
তার মৃত্যুতে মেয়র কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহতের ভাই এমদাদ হোসেনের দায়ের করা মামলা আমলে নিয়ে এ ধরনের কোনো হত্যা মামলা হয়েছে কিনা জানানোর জন্য থানার অফিসার ইনচার্জকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আ’লীগের কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘের্ষের সময় নিহত হন সিএনজি চালক আলাউদ্দিন।