বান্দরবানে ভাল্লুকের থাবায়  মৃত্যু পথযাত্রী  উপজাতী  ত্রইল মুরং কে বাঁচাতে  সেনাবাহিনীর দৃষ্টান্ত - MB TV

বান্দরবানে ভাল্লুকের থাবায়  মৃত্যু পথযাত্রী  উপজাতী  ত্রইল মুরং কে বাঁচাতে  সেনাবাহিনীর দৃষ্টান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৯:৪৫ 57 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৯:৪৫ 57 ভিউ
Link Copied!
বান্দরবান সংবাদদাতা : 
বান্দরবান জেলার সমথংপাড়া এলাকা থেকে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত  উপজাতী বৃদ্ধ ত্রইল মুরং (৬৬) কে বাঁচাতে বিমান বাহিনীর  হেলিকপ্টারের  চট্রগ্রাম মেডিক্যালে পৌঁছালেন সেনাবাহিনী।
জানা যায় আহত ত্রইল মুরং সমথং পাড়া জঙ্গলের  ঝিড়ির কাছে পানি আনতে গেলে ভাল্লুক তাকে আক্রমণে গুরুতর আহত করলে মুমূর্ষ অবস্থায় তাকে নিকটস্থ বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসা হলে চট্টগ্রামের  জিওসি নির্দেশে  উন্নত চিকিৎসার জন্য তাকে দুপুর দেড়টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলিয় মুরং (০৬) ও দাদা ইয়াংসাই (৪৮) নামে দুইজন মৃত্যুপথযাত্রী উপজাতিকে হেলিকপ্টার যোগে একইভাবে  চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা ও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজে আনা হয়েছিল। আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা জানান।

বিষয়ঃ