আনোয়ারায় বেওয়ারিশ পথচারী পাশে জোনাকী ফাউন্ডেশন। - MB TV

আনোয়ারায় বেওয়ারিশ পথচারী পাশে জোনাকী ফাউন্ডেশন।

ডেস্ক নিউজ
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ১২:০৯ 71 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ১২:০৯ 71 ভিউ
Link Copied!

জিয়া উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারাঃ

চেয়ারম্যান ডা. রাশেদুল আলম শরীরে বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে পড়ে থাকা বেওয়ারিশ পথচারী মানুষটির,পাশে দাঁড়িয়েছে জোনাকী ফাউন্ডেশন।
আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় একজন বেওয়ারিশ পথচারী শরীরের বিভিন্ন স্থানে সাংঘাতিক ক্ষতচিহ্ন নিয়ে আনোয়ারা থানার কালা বিবি দিঘির দক্ষিণে রাস্তার পাশে অসহায় লোকটি পায়ের ব্যাথ্যায় কাতরাচ্ছে। শোনা মাত্র দেরি না করে জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম তাৎক্ষণিকভাবে ভিজিট করেন।পরবর্তীতে জোনাকী ফাউন্ডেশনের বিশেষ টিমের উপস্থিতিতে উক্ত পথচারীকে পাশের একটি পুকুরে নিয়ে গিয়ে ভালোভাবে পরিস্কার করে জামা পরিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করে তাকে আমাদের তদারকিতে ভর্তি কারানো হয়।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম বলেন আলহামদুলিল্লাহ তিনি এখন কিছুটা স্বাভাবিক আছেন।তবে ক্ষত পুরনো হওয়ায় ডাক্তার এখনো শঙ্কা মুক্ত নয়।তাকে নিয়মিত ১৫দিন চিকিৎসা চালাতে পারলেই আল্লাহর রহমতে তিনি পুরপুরি সুস্থ হয়ে উঠবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ