মহেশখালীতে বেপরোয়া সিএনজি’র ধাক্কায় মাদ্রাসা ছাত্রী জুঁই নিহত


তারেক আজিজ, কক্সবাজার :
১১ মার্চ (বৃহস্পতিবার) কালামারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সকাল ৮ টা ৩০ মিনিটের সময় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম তানজিনা আক্তার জুঁই মনি (৪)। সে একই এলাকার মুহিবুল্লাহর মেয়ে বলে জানা যায়। জুঁই মনি মাইজপাড়া মাদ্রাসার নুরানি মাদ্রাসার ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজপাড়া এলাকার মুহিবুল্লা’র মেয়ে ও ওসমানের মেয়ে সকাল ৮ টা ৩০ মিনিটের সময় মাদ্রাসায় যাচ্ছে। এ সময় বেপরোয়া একটি সিএনজি চালিয়াতলী থেকে কালামারছড়া যাওয়ার সময় ওদের ধাক্কা দেয়। এতে জুঁই ঘটনাস্থলে মারা যায় এবং আহত ওসমানের মেয়েকে চকরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, অদক্ষ সিএনজি চালক ও সড়কে কোন স্পিটব্রেকার না দেওয়ার কারণে এমন দূর্ঘটনার বাড়ছেন দি দিন। তারা দ্রুত স্পিটব্রেকার দেওয়ার দাবি জানান।
ড্রাইভার পালিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা তাকে আটক করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখেন। উত্তপ্ত জনতার ঘটনাস্থলে ঘন্টা দুয়েক যান চলাচল বন্ধ করে রেখেছেন বলে জানা যায়।
মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। আমাদের একটা টিম পাঠিয়েছি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান’